প্রধান মেনু

ভাঙ্গায় বিশিষ্ট সমাজসেবক কাজী মাহবুবউল্লাহর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

জাকির মুন্সি, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডঃ কাজী শহীদুল্লার পিতা মরহুম কাজী মাহবুবউল্লাহর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়ায় মঙ্গলবার বিকেলে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে কাজী জাফরউল্লাহ, মেজো ছেলে অধ্যাপক ডঃ কাজী শহীদুল্লাহ, বড় মেয়ে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান কাজী জোবায়দা মাহবুব লতিফ, কাজী একরামুল্লাহ সহ মরহুমের পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক এ কে এম মতিউর রহমান, ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, প্রসাশনিক কর্মকর্তা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের শুভাকাঙ্খী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনগণ।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারনে ঢাকার সমরিতা হাসপাতালে ৯৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মরহুমের প্রতিষ্ঠিত কলেজ ও স্কুলগুলো হল ভাঙ্গার সরকারী কাজী মাহবুবউল্লাহ কলেজ, কাজী শামসুন্নেছা বালিকা বিদ্যালয়, কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কাউলিবেড়া, সদরপুরে সরকারী বেগম কাজী জেবুন্নেছা বালিকা বিদ্যালয়, তার শশুর বাড়ি পটুয়াখালির দশমিনায় ১টি কলেজ ও ১টি বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি কাজী মাহবুবউল্লাহ ও বেগম জেবুন্নেছা জনকল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা। এছাড়া জীবদ্দসায় তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা লায়ন্স সেন্ট্রালের সভাপতির দায়িত্ব পালন করেছেন।