নবাগত এসিল্যান্ড আরাফাতুল আলম এর সাথে শিবসা সাহিত্য অঙ্গন নেতৃবৃন্দের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ নবাগত সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এর সাথে মতবিনিময় করেছেন ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এসিল্যান্ডের সাথে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে এসিল্যান্ডকে সংগঠনের প্রকাশিত বিশেষ স্মরণিকা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, সহ-সভাপতি অনিতা রানী মন্ডল, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। মতবিনিময় কালে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম শিবসা সাহিত্য অঙ্গনের সৃজনশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে সংগঠনের সমৃদ্ধি কামনা করেন।