গাংনীতে চারটি দোকানের তালা ভেঙ্গে চুরি
 
            
                     
                        
       		মজনুর রহমান আকাশ,গাংনী (মেহেরপুর) সংবাদদাতা (৩০/১০/১৯): মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের সার্টার ভেঙ্গে নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে সটকে পড়ে। বাজারে নৈশ প্রহরী থাকা অবস্থায় দুঃসাহসিক এ চুরি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরেরা জোড়পুকুরিয়া বাজারের মুদি দোকান ফারুক স্টোর ও জাইমা স্টোর, সার ডিলার আব্দুল সালাম ট্রেডার্স এবং আলামিন ফিড মিলের শার্টারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। নগদ টাকা, কসমেটিক্স, সিগারেট ও দামী মালামাল চুরি করে পালিয়ে যায়। চারটি দোকান থেকে নগদ টাকাসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেওয়া হয়েছে বলে দাবী করেছেন দোকান মালিকগণ।
এ দিকে বাজারে দুই জন নৈশপ্রহরীরা রাতে পাহার করেন। তারা ঘটনার সময় কোথায় ছিলেন তা কেউ বুঝতে পারছেন না। ভোরের দিকে চায়ের দোকানী কয়েকজন বাজারে চুরির বিষয়টি টের পেয়ে দোকান মালিক ও পুলিশকে অবহিত করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।













