বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

টি-২০ বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উল্লেখ্য, স্কটল্যান্ডের ডান্ডিতে শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ৭০ রানে জিতে বাংলাদেশ। এর মাধ্যমে বাছাইপর্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়ের এই ধারা ভবিষ্যতেও ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ।
« সোমা টি প্রসেসিং কারখানা লো ভোল্টেজে বন্ধ (পূর্বের খবর)