দৈনিক বাংলাদেশ ও জাতীয় গোয়েন্দা সংবাদের ঈদ পূনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন

সিরাজুল ইসলাম,সিনিয়র রিপোর্টারঃ রাজধানীর আদাবরে রাহবার টাওয়ারে শনিবার (২৪.০৮.১৯)সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের কুশল বিনিময় শেষে আগামী বাংলাদেশকে আরও সম্মৃদ্ধশালী করার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তারা অঙ্গীকারবদ্ধ হন।
আলোচনার একপর্যায়ে সাংবাদিকরা বলেন, আমাদের সম্পাদক শুধু সম্পাদক নন, তিনি আমাদের অভিভাবক। আমাদের যে কোন আপদে বিপদে তাঁকে পাশে পেয়েছি। তাই যে কোন অপশক্তির রোষানল পড়লেও একেএম মতিউর রহমান নামক বটবৃক্ষের ছায়াতলে আমরা নিরাপদ থাকি সবসময়। তবে সম্পাদক বলেন, আমি আমার সাংবাদিকদের আপদে বিপদে সবসময় ছিলাম, আজও আছি ভবিষ্যতেও থাকব। সেই সাথে সবার ভালোবাসা স্বরুপ ডি বাংলা টেলিভিশন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দৈনিক বাংলাদেশ ও জাতীয় গোয়েন্দা সংবাদের প্রকাশক ও সম্পাদক এ কে এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ এস এম সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের কলমের শক্তিকে দেশের কল্যানে প্রয়োগের জন্য আহ্বান করেন।