প্রধান মেনু

নোয়াখালী সূবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাজী রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সূবর্ণচরে মো: মোতালেব (৪৫) নামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আকরাম উদ্দিন গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মো: মোতালেব ৬নং চরআমান উলল্যা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত: মো; ইদ্রিছ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে মো: মোতালেব তার বাড়ির পাশে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি ও তার একটি গরু মারা যায়। এঘটনায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহেদ উদ্দিন জানান, দুপুর ২টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নে মোতালেব নামে একজন কৃষক ও একটি গরু মারা গেছে।