প্রধান মেনু

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি’র মাতা ইভা খন্দকার আর নেই

মুন্সী সুমনঃ ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খন্দকার লেভী’র মা ইভা খন্দকার (৮০) ইন্তেকাল করেছেন । শনিবার ঢাকার নিজবাড়ীতে সকাল সাড়ে ৭টার সময় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানায়। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও এক কন্যাসহ আত্তীয় স্বজন ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর সদর আসনের এমপি ও স্থানীয় সরকার বিভাগের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, যুবলীগের আহবায়ক এ এইচ এম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে আজ বাদ আসর ফরিদপুর শহরের চরকমলাপুর জামে মসজিদের নামাযের জানাযা শেষে আলীপুর কবর স্থানে দাফন করা হবে।