পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক দম্পতি নিহত

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যানচালক দম্পতি নিহত হয়েছে। নিহতরা হলেন কইমুদ্দিন (৪৩) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। নিহতদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার কলেজ পাড়া এলাকায়।দেবিগঞ্জ উপজেলার ডোমার রোড পশিকার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, কইমদ্দীন ভ্যানে করে তার স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে মহাসড়কের উপরে উঠলে একটি মাইক্রোবাস তাদের ভ্যানে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কইমদ্দীনকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী আনোয়ারাকে রংপুর মেডিকেলে রেফাট করে দেয়। রংপুর মেডিকেলে যাওয়ার পথে আনোয়ারা মারা যায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসার সরকার সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।