২০২১সালের মধ্যে আলোয় আলোকিত হবে প্রতিটি বাড়ি – মোতাহার হোসেন এমপি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন,২০২১সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আলোয় আলোকিত হবে প্রতিটি বাড়ি। প্রধানমন্ত্রীর ঘোষনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। সে শ্লোগানকে বাস্তবে রূপ দিতে বিদ্যুদের পাশাপাশি সোলার সিস্টেম চালু করা হয়েছে। কারণ এ সরকার যা বলে তা করে। আর বিগত সরকার লুটেপাটে খেয়েছে।
রোববার বিকেলে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের রংপুর অঞ্চলের উপ পরিচালক জুলিয়াত আরা, লালমনিরহাট অঞ্চলের পরিচালক ইউছুব হাছান আল মামুন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মজিবর রহমান, ইউপি সদস্য বিজয় কুমার প্রমুখ। উল্লেখ্য, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যুৎ বিহীন প্রত্যন্ত এবং চর এলাকায় সৌর শক্তি উন্নয়ন প্রকল্পের অধীনে ৫শ’ ১০টি সোলার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো সোলার বিতরণ করা হবে।