প্রধান মেনু

রেলপথ মন্ত্রীকে সংবর্ধীত করলো পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ রেলপথ মন্ত্রী অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজনকে সংবর্ধীত করলো পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। পঞ্চগড় সরকারী অডিটরিয়াম হলরুমে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্দ্যোগে জন প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রীকে। পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাহাদ সম্রাট, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহবুবুর রহমান ডাবলু, বোদা পৌর মেয়র অ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা ও পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার পাঁচ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সদস্য, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধী, সংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।