প্রধান মেনু

নবাবগঞ্জে পুলিশ প্রাশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল।

মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, দিনাজপুরঃদিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার থানার হলরুমে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম। এসময় দিনাজপুর ৬ সংসদ সদস্য শিবলী সাদিক এমপি কে সম্মাননা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম।
 এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, বিরামপুর সার্কেলের  এ এসপি মিথুন সরকার, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতারে পুর্বে  দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।