প্রধান মেনু

সাভারের শপিংমলগুলোতে জমে উঠেছে শেষ মুহুর্তের ঈদ কেনাকাটা

সাভার  থেকে সিরাজুল ইসলামঃ  ঈদের আনন্দকে উৎসবে মাতিয়ে তুলতে শুরু করেছে নাড়ীর টানে বাড়ি ফেরা। আর এর সাথে যুক্ত হচ্ছে পরিবারের সকলের জন্য নতুন নতুন পোশাক। আর তাই ভীড় উপেক্ষা করে ঈদের কেনাকাটার কষ্টও যেন অন্যরকম আনন্দ।  এ আনন্দ রাজধানীর বিভিন্ন শপিংমলগুলোর পাশাপাশি ছড়িয়ে পড়েছে সাভারের শপিংমলগুলোতে। সকাল থেকে শুরু করে গভীর রাতেও যেন ক্লান্তি নেই ক্রেতা আর বিক্রেতার। সাভারের শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে অন্যতম হলো সাভার সিটি সেন্টা,  রাজ্জাক প্লাজা, উৎসব প্লাজা ও সাভার নিউ মার্কেট ।

তবে এসব মার্কেটের মধ্যে আকর্ষনীয় রাফেল ড্র ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী শীর্ষে রয়েছে সাভার নিউ মার্কেট। এবারের ঈদের  কেনা কাটা সম্পর্কে জানতে চাইলে এ মার্কেটের ছোঁয়া ফ্যাশনের স্বত্ত্বাধীকারী বাবু বিষ্ণু পদ সাহা বলেন, গত বছরের তুলনায় এবারের বিক্রি কিছুটা কম হলেও বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে  বরাবরের মত এবারও ইন্ডিয়ান কাপড়ের চাহিদা ক্রেতাদের কাছে বেশি।

এদিকে মার্কেট মালিকেরা দাবী করছেন দীর্ঘ ছুটি হওয়ায় অনেকে আগেই বাড়ি চলে গেছে।  যার কিছুটা মন্দ প্রভাব কেনাকাটার উপরে পড়ছে।

তবে নিজের এবং প্রিয়জনদের জন্য নতুন নতুন পোশাক কিনে প্রশান্তির হাসি এখন  সবার মুখে মুখে।