গাংনীতে ৬টি বোমা উদ্ধার

গাংনী(মেহেরপুর)সংবাদদাতাঃ মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। আজ দুপুর একটার দিকে এসআই হাবিব ও সঙ্গিয় ফোর্স বোমাগুলো উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, চৌগাছা মেইন রোডের পাশে একটি আমবাগানের ভাঙ্গা প্রাচীর মেরামত কালে শ্রমিকরা বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিীয় করে থানায় নিয়ে আসে। বোমাগুলো শক্তিশালী ও কোন নাশকতার জন্য বোমাগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
« টঙ্গীতে গোল্ডেন ড্রিম অ্যাসোসিয়েশনের ৬৩ তম বাড়ী হস্থান্তর (পূর্বের খবর)
(পরের খবর) ন্যায়বিচার নাগরিকের মৌলিক অধিকার — আইনমন্ত্রী »