বগুড়ায় বাস-মাইক্রোবাস- মোটরসাইকেল সংর্ঘষে নিহত ১
মুনজুর কাজী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বগুড়া- রংপুর মহাসড়কে মহাস্থান বোরহান উদ্দিন মাজার গেটে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মো. কালু (৩৩) বগুড়া সদরের রামশহর সদোপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালু ও রাজু মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মহাস্থান যাচ্ছিলেন।
এ সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে তারা মহাসড়কে ছিটকে পড়েন। এতে কালু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই অপর একটি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে কোনো যাত্রী না থাকায় শুধু চালক আহত হন। তবে বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বগুড়া সদর থানার উপ-পরির্শক (এসআই) মঞ্জুরুল হক বলেন, সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং বাস ও মাইক্রোবাস আটক করেছে।