নবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের তিনটি খড়ের স্তুপে আগুন।
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, দিনাজপুরঃ | দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে থাকা বিশাল তিনটি খড়ের স্তুপ পুড়ে ভস্ম।
জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর পার্শের বাড়ীর মহিলা আনেছা বেগম সর্ব প্রথম দেখেন ও আগুন আগুন বলে চিৎকার করিলে সবাই বিষয়টি জানতে পারে।
খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ও দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যানের ছেলে গোলাম আজম জানান, সকাল ৭ দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখে পার্শের বাড়ির চাচি চিৎকার করিলে আমরা এসে দেখি আগুন প্রজ্বলিত ভাবে জলছে। পরে আমি বিরামপুর ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীর কাছে আগুন লাগার বিষয়টি ও ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি দৈনিক বাংলাদেশকে বলেন, কেমনে আগুন লেগেছে তা আমি জানিনা , তবে আগুনে পুড়ে ৩০ বিঘা জমির খড় নষ্ট হয়েছে। আনুমানিক ৩০ বিঘা জমির খড়, ৫০- ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।