প্রধান মেনু

খেলাধুলা মানুষকে বদভ্যাস হতে মুক্ত করে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার প্রতি আগ্রহ গড়ে ওঠে যা মানুষকে সকল প্রকার বদভ্যাস হতে মুক্ত করে মেধাদীপ্ত ও উদ্যমী করে তোলে। আজ সকালে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের এ ধরনের ফুটবল আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগী মনোভাব গড়ে তোলার পাশাপাশি সাহস ও আত্মবিশ^াস বাড়াবে। তিনি জানান, এই দুই টুর্নামেন্টে সব মিলিয়ে প্রায় ২২ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে যা যে কোন কলেবরে পৃথিবীর সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট হওয়ার দাবি রাখে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু গোল্ডকাপের আজকের উদ্বোধনী খেলায় সকাল ১০ টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রংপুর বিভাগের নীলফামারী জেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের আজকের খেলায় দুপুর ৩ টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রাজশাহী বিভাগের সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করেই প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সরকার ২০১০ সাল থেকে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সাল থেকে জাতির পিতার সহধর্মিণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের এটি ৯ম আসর এবং বঙ্গমাতা গোল্ডকাপের ৮ম আসর। জাতীয় পর্যায়ের খেলা আজ ২৭ মার্চ বুধবার হতে শুরু হয়ে ২ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত চলবে। এবারের টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬৫ হাজার ৭৯৫টি বিদ্যালয়ের ১১ লাখ ১৮ হাজার ৫১৫ জন শিক্ষার্থী এবং বঙ্গমাতা গোল্ডকাপে ৬৫ হাজার ৭০০টি বিদ্যালয়ের ১১ লাখ ১৬ হাজার ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার দু’টি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করবেন।