৬৫টি জলমহালের ইজারা প্রদানের প্রস্তাব উপস্থাপন
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৫৩ তম সভা অনুষ্ঠিত হয়। ১৪২৬-১৪৩১ বাংলা সন মেয়াদে উন্নয়ন প্রকল্পে ইজারার জন্য চুয়াডাঙ্গায় ৪টি, রাজশাহীতে ১টি, ঝিনাইদহতে ৫টি, কিশোরগঞ্জে ১১টি, সুনামগঞ্জে ৩১টি, রংপুরে ২টি, জামালপুরে ৩টি, মেহেরপু রে ৩টি, খুলনাতে ৪টি এবং বরগুনাতে ১টি সহ মোট ৬৫টি জলমহাল ইজারা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। পরে ভূমিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সভায় চলতি অর্থবছরে ৮টি অনুমোদিত চলমান এবং ১০টি অননুমোদিত প্রকল্পের ওপর বিস্তারিত আলোচনা হয়। অনুমোদিত প্রকল্পসমুহের অনুকূলে এডিপি বরাদ্দ সর্বমোট ৭৩০১৪ কোটি টাকা যার মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অবমুক্ত হয়েছে ৩২ হাজার ৮৮৮ কোটি এবং ব্যয় হয়েছে ১৮ হাজার ৫৬৬ কোটি টাকা। ভূমি মন্ত্রণালয়ের কর্মকা-ের অগ্রগতি আরো কার্যকর করার জন্য সশ্লিষ্ট সকলকে মন্ত্রী এ সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারীসহ ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।