প্রধান মেনু

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি: জেলার হাতীবান্ধায় স্বাধীনতা দিবসে দেশিয় অস্ত্রসহ আওয়ামীলীগের দুই গ্রুপের মোহড়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক মানবকন্ঠ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে জেলায় কর্মরত সাংবাদিকরা। সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমরিহাট-বুড়িমারী মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাতীবান্ধা প্রেসক্লাব, প্রফেশনাল জার্নালিস্টস  ফোরাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও হাতীবান্ধা রিপোর্টারস্ ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

সমাবেশ থেকে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হামলার ছবি দেখে সনাক্ত করে অবিলম্বে চিহ্নিত আসামীদের গ্রেফতারের দাবী জানান। সাংবাদিক নেতারা আসামী গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কঠোর কর্মসূচী ঘোষণারও হুশিয়ারী দেন। হাতীবান্ধা প্রেসক্লাব আহ্বায়ক স্বপন কুমার দে-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রফেশনাল জার্নালিস্টস ফোরাম এর সভাপতি এস দিলীপ রায়, সম্পাদক মাজেদ মাসুদ, জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন, হাতীবান্ধা রিপোর্টারস্ ক্লাবের সভাপতি আলতাফ সুমন, সাংবাদিক মাহফুজ সাজু, তৌহিদুল ইসলাম লিটন, মিজুনুর রজমান দুলাল, সুলতান হোসেন প্রমুখ।