ই-কমার্স দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করছে : জুনাইদ আহমেদ পলক
তিনি বলেন, ই-কমার্সে ব্যবসা করতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে। পণ্যটি আসবে, যা অর্ডার করা হয়েছে তা ঠিক আছে । এছাড়া পণ্যের মানও ঠিক রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এস এম ই ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ই-কমার্সের সুবিধা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
পলক বলেন, বর্তমানে আমরা যে ব্যবসার কথাই চিন্তা করিনা কেন প্রযুক্তিকে বাদ দিয়ে সে ব্যবসার উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমানে প্রায় ২ হাজারের মত উদ্যোক্তা ই-কমার্স নিয়ে কাজ করছে। সোশ্যাল মিডিয়াও আজকাল ই-কমার্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন শুধু ছবি শেয়ার করা কিংবা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। এটা মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক যে কর্মকান্ড সেটাকেও কিন্তু বেগবান করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন তবে সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে ব্যবহর করব, সেটা নির্ভর করছে ব্যবহারকারির উপর। আমরা ইচ্ছা করলে ভাল কাজেও ব্যবহার করতে পারি। সেটা শিক্ষা, স্বাস্থ্য, বানিজ্য কাজে বা সমাজ বিরোধী কাজে ব্যবহার করতে পারি। কিংবা অন্য কাউকে ক্ষতি করতেও করতেও সেটা ব্যবহৃত হচ্ছে বলেও
উল্লেখ করেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা নিজেদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী হিসেবে মনে করবেন না, আমাদের স্বপ্ন বড় থাকতে হবে। কিভাবে ব্যবসাকে আরো প্রসারিত করা যায় সেই চিন্তা
থাকতে হবে।