প্রধান মেনু

বেলকুচিতে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪ জন প্রার্থী মানোনয়ন পত্র দাখিল করেছে। এদের মধ্যে ৪ জন চেয়ারম্যান, ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার জায়দা খাতুনের কাছে এ মনোনয়ন পত্র দাখিল হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে এরা হলেন, বেলকুচি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম সাজেদুল, আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থী মোহাম্মাদ আলী আকন্দ, সাবেক ভিপি মীর সেরাজুল ইসলাম ও আনোয়ার হোসেন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটি উন্মুক্ত থাকায় প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র বেশ উৎসাহের সাথে জমা দিয়েছেন। এরা হলেন, ইউসুফ আলী শেখ, ফারুক সরকার, হাজী পিয়ার হোসেন, আব্দুর রাজ্জাক সরকার, আতাউর রহমান, আলহাজ আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস বেগম ঊষা, নারগীছ খাতুন, রত্না হান্নান, সুলতানা রাজিয়া মিলন। ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে আগামী ১০ মার্চ প্রথম ধাপে বেলকুচি উপজেলার প্রায় ২ লক্ষ ৪০ হাজার ভোটার ৮৪ টি কেন্দ্র তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।