প্রধান মেনু

দেশের আর্থসামাজিক উন্নয়নে যুবশক্তিকে কাজে লাগাতে হবে – বিডার নির্বাহী চেয়ারম্যান

বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবসমাজ, যা প্রায় ৫ কোটি ৩০ লাখ। ‘সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি হচ্ছে এই যুবশক্তি। আমাদের মুক্তির সংগ্রামসহ জাতীয় জীবনে উল্লেখযোগ্য সকল উদ্যোগে এ যুবশক্তি অসামান্য অবদান রেখেছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও রাষ্ট্রের ইতিবাচক রূপান্তরের ক্ষেত্রে আমাদের এ যুবশক্তিকে ব্যবহার করতে হবে।

যাতে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র ও ক্ষুধামুক্ত উন্নত দেশ হিসেবে বিনির্মাণে প্রধানমন্ত্রীর প্রত্যয়কে বাস্তবে রূপ দেয়া যায়। রংপুর পর্যটন মোটেলে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে তরুণদের অংশগ্রহণ এবং বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গৃহীত কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত “তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি” শীর্ষক কর্মশালায় বিডা নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম একথা বলেন।

কর্মশালার প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একজন যুবকের হাতে ফুটবল দেওয়া হলে সে সুন্দর খেলা উপহার দিবে। কিন্তু যদি তার হাতে গ্রেনেড দেওয়া হয় তাহলে সে পৃথিবীকে ধ্বংস করে দিবে। আজকের তরুণদের বক্তব্য শুনে মনে হচ্ছে তরুণরাই পারবে সমাজ ও দেশের বর্তমান অবস্থা পরিবর্তন করতে। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের মধ্যে যারা সম্ভাবনার ছাপ রাখতে সক্ষম হবে তাদের জন্য আর্থিক, প্রযুক্তি ও সম্ভাবনাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে দিনব্যাপী ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হচ্ছে।

এ কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচি সম্পর্কে তরুণদের অবহিতকরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ উদ্যোগ ‘বিনিয়োগ বিকাশ’ বাস্তবায়ন করা। রংপুর বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল।