প্রধান মেনু

আওয়ামী যুবলীগ ফরিদপুর বিশেষ বর্ধিত সভা

মুন্সি সুমন:বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর শহর শাখার আয়োজনে   অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বিকাল ৩টায় ফরিদপুর দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগ শহর শাখার আহবাহক চৌধুরী মোঃ হাসান এর সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে  ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর  জিলা শাখার সংগ্রামী আহবাহক এ,এইস,এম ফোয়াদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্নআহবায়ক এ্যাড: ভোকেট স্বপনপাল, শহর যুবলীগের  সংগ্রামী যুগ্ন আহবায়ক মোঃ আলী মিনার , তরিকুল ইসলাম নাসিম ও কামরুল হাসান ডেভিড । সভায় বক্তরা ফরিদপুর শহর যুবলীগের   পৌরসভার বর্ধিত ২৭ টি ওয়ার্ডের ও ফরিদপুর শহর যুবলীগের পুর্নাঙ্গ কমিটি গঠন করার প্রস্তুতি গ্রহনের কথা বলেন।
এ সময় জেলা, শহর এবং ওয়ার্ডের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।


« (পূর্বের খবর)