পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক এস,এম, আজাদ (২০) উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের হালিম সরদারের ছেলে। থানার এস,আই অখিল রায়, এএসআই শেখ পলাশ হোসেন ও সিপাহী হেলাল খান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বেলা ২টার দিকে অভিযান চালিয়ে শিবসা ব্রীজের উপর থেকে ৭ পিচ ইয়াবা সহ হাতে-নাতে আজাদকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
(পরের খবর) আজ এমপি বাবু’র গণসংবর্ধনা »