পাইকগাছার সরল দীঘির পাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্কুল মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বেবিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আব্দুল গফফার মোড়ল, জাকির হোসেন, দাতা আমজেদ আলী গাজী, শিক্ষক ফাতেমা খাতুন, ছায়রা খাতুন, মুজিবুর রহমান, আব্দুস সালাম, অভিভাবক রেশমা খাতুন, সাথী সুলতানা, শিক্ষার্থী মাসুমা খাতুন ও সাথী দাশ। অনুষ্ঠানে মিতালী ফুড প্রোডাক্টের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ডায়েরী প্রদান করা হয়।