প্রধান মেনু

বাউফলে ধানের শীষের প্রচারনা শুরু

মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধি পটুয়াখালী-২ (বাউফল) আসনে স্বামীর পরিবর্তে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন স্ত্রী। দলীয় প্রতিক ধানের শীষ পাওয়ার পর গতকাল মঙ্গলবার স্বামী কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তাঁর প্রধান প্রতিদ্বন্ধী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ১০ম জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ আ.স.ম ফিরোজ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. শাহাবুদ্দিন আহম্মেদ। ১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নুরাইনপুর বাজার এলাকায় পথসভার মাধ্যমে স্ত্রীকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন সহিদুল আলম তালুকদার। ওই সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। তখন তাঁর স্ত্রী সালমা আলমও উপস্থিত থেকে বক্তৃতা করেন। হাজার নেতা-কর্মী নিয়ে প্রায় ৬-৭ কিলোমিটার পথ পায়ে হেটে উপজেলা সদরে অবস্থিত বিএনপি সভাপতি ফারুক ইঞ্জিনিয়ারের বাস ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে আসেন এবং সভা করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুর রহমান তালুকদারের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সালমা আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহজাদা মিয়া, সাবেক কেশবপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন তালুকদার, জামায়েত ইসলামী বাংলাদেশ এর উপজেলা কমিটির সাবেক সভাপতি মাওলানা ইছাহাক,বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকরা। উল্লেখ্য এ আসনে বিএনপি দলীয় মনোনয়নের তালিকায় প্রথম পছন্দের প্রার্থী ছিলেন সাবেক সাংসদ মো. সহিদুল আলম তালুকদার।

তাঁকেই চূড়ান্ত মনোনয়ন দিয়ে প্রতীক বরাদ্দের জন্য গত রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়। কিন্তু শহিদুল আলম মামলা সংক্রান্ত জটিলতায় পড়বেন এমন আশঙ্কায় ওই রাতেই ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আরেকটি চিঠি তাঁর স্ত্রী সালমা আলমকে দেওয়া হয়। ওই চিঠি অনুযায়ী সালমা আলমকে সোমবার দলীয় প্রতীক ধানের শীষ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী।



« (পূর্বের খবর)