কুষ্টিয়া কুমারখালী উপজেলায় মিজানুর রহমান বিটু’র নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী গণসংযোগ করেছেন খোকসা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু। গতকাল সকাল কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে এক বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পৌর বাস টার্মিনালে এসে মিলিত হয়। সেখানে মিজানুর রহমান বিটু সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষন দেন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কুমারখালী-৪ আসনের মননোয়ন প্রত্যাশী। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী যোগ্যতা বিবেচনা করে এই আসনে প্রার্থীতা প্রদান করলে অঅমি আশাবাদী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কুমারখালী-৪ আসনে মননোয়ন প্রত্যাশী করছি। দল যদি আমাকে মননোয়ন নাও দেই সেখানে যে মননোয়ন পাবে আমি তার পক্ষেই কাজ করবো। দলীয় সিধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তবে তিনি উল্লেখ করেন, আমি আশাবাদী দলীয় নীতিনির্ধারনী পর্যায় থেকে আমাকে হতাশ করবে না।
তিনি উল্লেখ করেন, মহান স্বাধীনতার স্থপতি,আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আমরা একসাথে কাজ করতে চাই। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ভিশন রূপকল্প ২০২১ ও ২০৪১ প্রনোয়ন করেছেন। আমাদের মূল উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ উর্দ্ধে রেখে দলের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করনের লক্ষ্যে কাজ করতে চাই। মিজানুর রহমান বিটু বলেন, তরুন ও যুবকরা আমাদের মূলশক্তি। উন্নয়নের জোয়ারের সাথে তাদেও সম্পৃক্ত করতে পারলে আমাদের অর্থনৈতিক মুক্তিলাভ করতে বেশি দূও হাটা লাগবে না। আমরা আমাদের তরুন প্রজন্মকে কাজে লাগাতে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছি। কারণ আমরা বিশ্বাস করি, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে আমাদের তাল মেলাতে তরুন প্রজন্মের কোন বিকল্প নাই।
সকাল ১১টা থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচারনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি সাধারন মানুষের সাথে কথা বলেন ও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।