বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতেই চার নেতাকে হত্যা করা হয়েছিল —ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতেই স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধীরা ৩ নভেম্বর পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছিলো। মন্ত্রী বলেন, ৩ নভেম্বর পাবনাবাসীর জন্য একটি বিশেষ তাৎপর্যের দিন। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন মনসুর আলী পাবনার নেতা ছিলেন। আজ পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবস পালন অনুষ্ঠানের বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের ইন্ধনে ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। কুচক্রী মহল শুধু এতেই ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই জেলখানায় বিশে^র সবচেয়ে অমানবিক হত্যাকা-টি চালায়। মন্ত্রী এ দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে নিয়ে ৩ নভেম্বর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।