মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করতে বারবার শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়- মায়া চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করতে বারবার শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়, এ ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ও শক্তিকে নিশ্চিহ্ন করতে এ হত্যাকা- ঘটানো হয়। মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজ মাঠে ৩ নভেম্বর জেল হত্যা দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি রিয়াজুল ইসলাম মানিকেরসভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজি ওচমান গণি পাটোয়ারি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন দীপু চৌধুরী, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, পৌরসভা মেয়র মোঃ রফিকুল আলম জজ, উপজেলা সেক্রেটারি এম এ কুদ্দুসসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনাব মায়া চৌধুরী ৩ নভেম্বরের হত্যাকা-ের সময় একই জেলখানায় বন্দী থেকে এ নির্মম হত্যাকা- প্রত্যক্ষ করেছেন বলে তাঁর বক্তৃতায় উল্লেখ করেন। ’৭১ এর ঘাতক, ’৭৫ এর ঘাতক, ৩ নভেম্বরের ঘাতক ও ২১ আগস্টের ঘাতকরা একই সূত্রে গাঁথা বলে মন্ত্রী মন্তব্য করেন।