খোকসায় বি আর বি ক্যাবল এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ “অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে” এই স্লোগানকে সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বি আর বি ক্যাবল এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠান। ১৯৭৮ সালের ২৩ অক্টোবরে প্রতিষ্ঠিত বি আর বি ক্যাবল এর কুষ্টিয়া ঢাকা সহ বাংলাদেশের প্রতিটা সেলস সেন্টারে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯ টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলা শেলস সেন্টারে মিলাদ দোয়া ও গ্রাহক ব্যবসায়ীদের মিষ্টিমুখ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কু্ষ্টিয়া খোকসা উপজেলার সর্ব বৃহত ইলেকট্রনিক পণ্য বিক্রেতা মোহাম্মদ আনিসুর রহমান সোনা, খোকসা উপজেলা বি আর বি ক্যাবল এর ব্রাঞ্চ ইনচার্জ মোঃ আজমল হুসাইন, একাউন্টিং অফিসার মোঃ নুরুজ্জামান মিয়া, মার্কেটিং অফিসার মোঃ মামুনুর রশিদ, অফিস সহকারী মোঃ মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বি আর বি ক্যাবল এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বি আর বি ক্যাবল কর্তৃপক্ষ সকল গ্রাহক, সরবরাহকারী, ব্যাংক-বীমা এবং পৃষ্ঠপোষকতা ও শুভানুধ্যায়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।