নিউইয়র্কে মহান বিজয় দিবস প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর এক প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান টুর্নামেন্টটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুব সম্প্রদায়কে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। উভয় বক্তাই ইনডোর ও আউটডোর ক্রীড়ার উন্নয়নে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত ব্যাপক পদক্ষেপের কথা উল্লেখ করেন।
টুর্নামেন্টটিতে একক প্রতিযোগিতায় অংশ নেন ২৯ জন এবং দ্বৈত প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি টিম। লটারির মাধ্যমে প্রতিযোগী নির্বাচনের পর নকআউট ভিত্তিতে খেলা শুরু হয়। মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম, ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ্ধসঢ়; হারুন ও নিউইয়র্কে বসবাসরত জাতীয় টেবিল টেনিস দলের সাবেক খেলোয়াড় মোকাররাম আহমেদ এসময় উপস্থিত ছিলেন।