পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন
৯ আগস্ট সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের সার্ভার রুমে বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লাগে। ফায়ার এলার্ম বেজে উঠলে তৎক্ষণাৎ মহাপরিচালক (প্রশাসন) সেখানে আসেন এবং করিডোরে থাকা অগ্নিনির্বাপক ফোম (ঋরৎব ঊীঃরহমঁরংযবৎ ঋড়ধস) দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। পরে ফায়ার ব্রিগেড এসে সার্ভার রুমে সৃষ্ট ধোঁয়া বের করে দেয়। আগুনে ইন্টারনেট কানেকশনের কিছু তার পুড়ে যায়। এছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় মহাপরিচালক (প্রশাসন)-কে সভাপতি করে ৩ (তিন) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
« ইকোনমিক জোনে স্থাপিত শিল্প কারখানায় দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী (পূর্বের খবর)












