ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির যৌথ সভা অনুসঠিত
 
            
                     
                        
       		গতকাল ১৪/১০/২০১৭ইং তারিখ বেলা ১১টায় ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির যৌথ সভা অনুসঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন-সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশান এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সহ পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।
দলের নেতা নেত্রীদের বক্তব্যে আগামী সংসদনির্বাচনে পুরোপুরি বিরোধী দলের প্রস্তুতি নিচ্ছেন বলে মনে হচ্ছে। তারা তাদের বক্তব্যে বুঝাতে চাচ্ছেন যে,আগামি নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে। সভার কার্যক্রমে এবং তাদের আচরনে সম্মিলিত জাতীয়জোটের কার্যক্রম শিথিল হয়ে পরছে। তারা এখন একাএকা পথচলার চিন্তা করছে বলে মনে হচ্ছে।
জাপা এখন অনেক শক্তিশালী হয়ে পরেছে।
যার কারনেই জাপা একা পথ চলতে চায়।জোট নেতৃবৃন্দদের অনেকেই মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক একটি স্বীকৃতি পাওয়াই কি শুধু জাপার উদ্দেশ্য ছিল? নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপা নেতা বলেন যে,যেহেতু জাপা একটি বড় দল এবং সাবেক সরকারী দল এছাড়াও কিছু আভ্যন্তরিন কোন্দল আছে বিধায় জোট করাটা অনেকেই পছন্দ করতনা প্রথম থেকেই। যদিওজোট নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
সভায় ৫৮ দলীয় জোটের মধ্য থেকে বক্তব্য রাখেন ইসলামী জাতীয় মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবুনাছের ওয়াহেদ ফারুক, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান,বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। জোটের নেতারা বলেন, জোটের নেতৃত্ত্বে সফল নির্বাচন হবে বলে এআশা প্রকাশ করছি।













