প্রধান মেনু

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে): শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এর আওতাধীন দপ্তর ও সংস্থার অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং আজ রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

সিনিয়র সচিব ইনোভেশন শোকেসিং পরিদর্শন করে বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবনী কার্যক্রম দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি ইনোভেশন শোকেসিংয়ে দপ্তরসমূহের ইনোভেশন টিমের এক্সপার্টগণ উদ্ভাবনী উদ্যোগসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, এ উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবায় নতুন দিক উন্মোচিত হবে ও জনগণকে প্রদত্ত সেবায় গতি সঞ্চারিত হবে।

উল্লেখ্য, এটি মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনার একটি নিয়মিত কার্যক্রমের অংশ।