বাগাতিপাড়ায় ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ড্রামের পানিতে পড়ে মানহা বিনতে মোস্তাফিজ নামের ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির টিউবয়েলের পাশে থাকা প্লাস্টিকের কাটা অর্ধেক ড্রাম ভর্তি পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহত মানহা উপজেলার পাঁকা ইউনিয়নের মোস্তাফিজুর রহমান রাজুর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১১ টার দিকে মানহার মা মেয়েকে নিয়ে বিছানায় ঘুমাতে যান। মা ঘুমিয়ে গেলে সে মায়ের অজান্তে ঘর থেকে বেরিয়ে যায়। ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। এক পর্যায়ে গোসলখানায় গিয়ে টিউবয়েলের পাশে থাকা প্লাস্টিকের ড্রাম ভর্তি পানিতে মেয়ের নিথর দেহ দেখতে পান। পরে, তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, ‘দুপুর সাড়ে ১২ টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’ বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।