সাবেক সংসদ সদস্য আবদুল মতিনের জানাজা অনুষ্ঠিত

চতুর্থ জাতীয় সংসদে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মিয়ার নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিনি গতকাল ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। এর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট এট আর্মস, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপবৃন্দ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর পক্ষে আ স ম আবদুর রবসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মরহুমের জানাজায় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা, মোঃ আব্দুর রাজ্জাক, শামসুল হক টুকুসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।