বাংলাদেশ রিক্যাপ-এর ভাইস চেয়ার পদে পুনঃনির্বাচিত

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ): বাংলাদেশ রিজিওনাল কো-অপারেশন এগ্রিমেন্ট অন কম্বেটিং পাইরেসি এন্ড আর্মড রোবারি এগেইনস্ট শিপস ইন এশিয়া (রিক্যাপ) ইনফরমেশন শেয়ারিং সেন্টার এর ভাইস চেয়ার পদে পুনঃনির্বাচিত হয়েছে। আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে শুরু হয়ে ৩ বছরের মেয়াদে বাংলাদেশ এ পদে কাজ করবে। ফিলিপাইন রিক্যাপ এর চেয়ারপারসন পুনঃনির্বাচিত হয়েছে। ১ এপ্রিল থেকে আগামী তিন বছর তারা এ দায়িত্বে থাকবে।
রিক্যাপ এর ১৮তম গভর্নিং কাউন্সিল সভায় তাদেরকে পুনঃনির্বাচিত করা হয়। ১২ থেকে ১৫ মার্চ সিঙ্গাপুরে এ সভা অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম ১৮তম কাউন্সিল সভায় যোগদান করেন।
আগামী ১০-১৪ মার্চ ২০২৫ সিঙ্গাপুরে রিক্যাপ এর ১৯তম গভর্নিং কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে।
২০০৬ সালে ReCAAP ISC (Information Sharing Centre) গঠিত হয়। সদস্য রাষ্ট্র ২১টি, তার মধ্যে ১৪টি এশিয়ার, বাকি ৭টি নন- এশিয়ান সদস্য রাষ্ট্র। ২১টি দেশের প্রতিনিধি গভর্নর হিসেবে গভর্নিং কাউন্সিলের (জিসি) সভায় যোগদান করেন। ১ এপ্রিল ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত বাংলাদেশ ReCAAP ISC এর ভাইস চেয়ার পদে নির্বাচিত হয়েছে।