Thursday, December 28th, 2017
তুচ্ছ ঘটনায় আশুলিয়ায় ৩০ দোকানে ভাংচুর, আহত ২০

সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকার অদূরে সাভারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা থাকলেও আইনশৃঙ্খলার অবনতি প্রতিনিয়ত বেড়েই চলেছে, ঘটছে নানা অপ্রত্যাশিত ঘটনাখুন ,রাহাজানি, ছিনতাই, ডাকাতি, দলীয় কুন্দল, যবর দখলএমন কি ধর্ষণের মত ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাড়িয়েছেএবার বুধবার (২৭ ডিসেম্বর)সাভারের আশুলিয়ায় দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় অন্তত ৩০টি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছেএ ঘটনায়২০জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদেi মধ্যে রানা (২০), সুমন আহম্মেদ (১৮) সাদ্দাম হোসেন (২৩), আবু তাহের মিয়া(৩৩) পোশাক শ্রমিক নাছিমা আক্তার(২০)সহ ২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।পরে বিষয়টি আশুলিয়া থানা অবগত হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত আবু তাহের মিয়া বলেন৪০/৫০ জনের একটি অস্ত্রধারী দল আকস্মিকভাবে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাট চালায়। তারা দোকানের মালামালসহ নগদ ৫লক্ষাধিক টাকা নিয়ে চলেযায়। এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য সাদেক ভুঁইয়াকে দৈনিক বাংলাদেশকে ঘটনাটি সত্য নয় বলে জানান, তিনি আরও বলেন, এটি একটি সাজানো ঘটনাএই ঘটনারআশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, দুইটি গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে , এই ঘটনার একটি অভিযোগ পেয়েছি মামলা নেওয়া হবে । এদিকে খবরপেয়ে ঘটনাস্থলে র্যাব এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তজেনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।