(Untitled)
নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে ডেকোরেটর ব্যবসায়ীর হত্যার প্রতিবাদের বিক্ষোভ ও মানববন্ধনঃ খুনীদের অবিলম্বে ফাঁসির দাবি। সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁয়ে ডেকোরেটর ব্যবসায়ী খোরশেদ আলমকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগন। সোমবার(৫ মার্চ)সকালে বিক্ষেভ মিছিলটি সোনারগাঁও থানায় অবস্থান করলে ওসি মোর্শেদ আলম ৭ দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের আশ্বাস দেন।পরে মিছিলটি উপজেলা চত্তরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলামের কাছে শ্মারক লিপি প্রদান করেন।
উল্লেখ্য যে,পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা জাফর আলীর ছেলে সুলতান আহম্মেদের সাথে ফজর আলীর ছেলে বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক খোরশেদ আলমের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের সুত্র ধরেই গত ১ লা মার্চ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বিরোধকৃত জমির পাশে খোরশেদ আলমকে একা পেয়ে সুলতান আহম্মেদের নেতৃত্বে তার ছেলে সিফাত, ফাহাদ ও ১০/১২ জনের ভাড়াটে সন্ত্রাসীরা আধুনিক ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে এবং পিটিয়ে খুন করে।
হত্যার ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সুলতান আমম্মেদ, ফাহাদ, সিফাত, কবির হোসেন, সাজিম ও রমিজ উদ্দিনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।