হিলিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল কারখানা জব্দ।
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জঃ দিনাজপুরের হিলিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরির কারখানার জব্দ করেন।
যানা যায়, নকল কারখানায় বালু,পাথর, ইটের গুড়া দিয়ে ভেজাল কীটনাশক তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম শনিবার গভীর রাতে হিলি চৌধুরী ডাঙ্গাপারা বাজারের হাবিবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযান চালিয়ে নকল কারখানা থেকে কীটনাশক তৈরির সরঞ্জামাদী, ভেজাল কীটনাশক সহ কারখানার মালিক হাবিবুর রহমান নামের একজনকে আটক করেছেন। আটজকৃত হাকিমপুর উপজেলার চৌধুরি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
কারখানার কাগজ পত্র না থাকায় ও ভেজাল কীটনাশক তৈরি অপরাধে ভ্রাম্যমান আদালত ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
« মরুর বুকে সবুজের বিপ্লব পাল্টে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষের জীবনযাত্রা, ক্রয় কেন্দ্র না থাকায় বিপাকে কৃষকরা (পূর্বের খবর)
(পরের খবর) ফরিদপুরে মুন্সী বাজার খেয়া ঘাট ব্রিজটি এখন মরণ ফাঁদ »