প্রধান মেনু

হাসিবুল হাসান লাভলুর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সী সুমনঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম হাসিবুল হাসান লাভলুর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪.৩০টায় শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদিপ কুমার দাস লক্ষন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু, নুরুল আমিন বাপ্পি ও প্রয়াত নেতা হাসিবুল হাসান লাভলুর জেষ্ঠপুত্র শরীফুল হাসান প্লাবন প্রমুখ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ। দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন হাসিবুল হাসান ছিলেন একজন জনবান্ধব নেতা। এ এলাকায় কোন ব্যক্তি কোন বিপদে পড়লে তাকে সহযোগিতা করা সহ চেষ্টা করতেন সমস্যা সমাধান করতে। আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন।