প্রধান মেনু

হাতীবান্ধায় স্কুল পর্যায়ে পুরস্কার বিতরণ

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০১৩ সাল থেকে একীভূত মানসম্মত শিক্ষা বাস্তবায়নে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছে ইএসডিও নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে অপর একটি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখায় স্কুল পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী ও সফল ম্যানেজিং কমিটির সভাপতিদের মাঝে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সটক্টর আবু বকর সিদ্দিক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সাকির হোসেন ও ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান প্রমুখ।