হাতীবান্ধায় প্রেমিকার মামলায় প্রেমিক শিক্ষক জেলে

মোঃজাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় কলেজ পড়ুয়া প্রেমিকার মামলায় প্রেমিক মাসুদ রানা (৩২) নামের এক স্কুল শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে উপজেলার কিসামত ধওলাই গ্রামের প্রেমিকার বাড়ী থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের মৃত তরিব উদ্দিনের ছেলে মাসুদ রানা কিসামত ধওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির নিজ উদ্যোগে কিছুদিন বাড়ির পাশের স্কুলের প্রাক-প্রাথমিক শাখায় শিক্ষকতা করেছিলেন ওই কলেজ ছাত্রী। সেই সুবাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানার সাথে পরিচয় হয় তার। একপযার্য়ে দুই সন্তানের জনক মাসুদ রানার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মেয়েটির। রোববার রাতে মুঠোফোনে কথার সুবাধে নিজ বাড়ি ছেড়ে প্রায় ১০ কিলোমিটার দূরের প্রেমিকার বাড়িতে যান মাসুদ রানা। এসময় মেয়েটির পরিবারের লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে সোমবার দিনভর বিষয়টি রফাদফার জন্য চেষ্টা করা হয় বলে একাধিক সুত্রে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যাওয়ায় সোমবার রাত ১০ টার দিকে প্রেমিক মাসুদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে
মামলা দায়ের করেন মেয়েটি । ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয় শিক্ষক মাসুদ রানাকে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ‘তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। তবে সোমবার রাতে মেয়েটি থানায় মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে’। হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা বলেন,‘ওই শিক্ষকের বিরুদ্ধে থানা থেকে রিপোর্ট এলে নিয়ামানুযায়ী তাকে বরখাস্তা করা হবে’।