প্রধান মেনু

হাটের পাল্টা হাট গাংনী বামন্দী-নিশিপুর পশু হাট ভাঙ্গনের পথে

মজনুর রহমান আকাশ,গাংনীঃ মেহেরপুর অঞ্চলের সবচেয়ে বড় পশু হাট গাংনীর বামন্দী-নিশিপুর পশু হাট। হাট মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে পাল্টা হাট বসানোর কারণে শতবর্ষের ঐতিহ্যবাহী এ পশু হাটটি ভাঙ্গনের পথে। ফলে চলতি বাংলা সনে পশু হাটের সাড়ে তিন কোটি টাকা সরকারী রাজস্ব আদায়ে সংশয় দেখা দিয়েছে। প্রায় শত বছরের ঐতিহ্যবাহী বামন্দী-নিশিপুর হাট। এখানে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকার ক্রেতা-বিক্রেতারা বেচাকেনা করেন।

এছাড়াও এখানে রয়েছে বড় একটি সবজি হাট। মাছ, মাংস, সবজিসহ নিত্য প্রয়োনজীয় পণ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এ হাটটি এলাকার মানুষের কাছে জনপ্রিয়। দীর্ঘ ১০ বছর যাবত এ হাটের ইজারা গ্রহনের মাধ্যমে খাজনা আদায় করছিলেন কুষ্টিয়ার মিরপুরের কামাল হোসেন । চলতি বাংলা সন ১৪২৬ (পয়লা বৈশাখ) থেকে বামন্দীর আমিরুল ইসলাম শেখ নামের এক ব্যবসায়ী এ হাটের ইজারা পান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে।

কম দর দেওয়ায় কামাল হোসেন হাটের ইজারার মালিকানা থেকে ছিটকে পড়েন। আমিরুল ইসলাম ২ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার টাকায় এক বছরের জন্য হাটের ইজারা মালিকানা পেয়েছেন। তবে ভ্যাট ও ইনকাম ট্যাক্স মিলে তাকে পরিশোধ করতে হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। যা উপজেলা প্রশাসনের রাজস্ব তহবিলে জমা হবে। হাট মালিক আমিরুল ইসলাম জানান, প্রতি শুক্রবার ও সোমবার এখানে হাট বসে।

ইজারা না পেয়ে প্রাক্তন ইজারদার কামাল হোসেন এ হাটের ৩ কিলোমিটার পুর্ব ও উত্তরে খলিসাকুন্ডি নামক স্থানে একই দিনে হাট বসানোয় এ হাটে পশু আমদানী কমে যায়। তাছাড়া ব্যবসায়িদের সাথে হাটমালিক কামালের বেশ সখ্যাতা থাকায় অধিকাংশ ব্যবসায়ি খলিসাকুন্ডি হাটে যাচ্ছেন। বামন্দী-নিশিপুর হাটে আসা গরু ব্যাপারী কয়েকজন বলেন, এ হাটের ৩ কিলোমিটার পুর্ব ও উত্তরে কুষ্টিয়ার দৌলাতপুর উপজেলার অবস্থান। সেখান দিয়ে বামন্দী হাটে আসার সময় কামালের লাঠিয়াল বাহিনী ব্যাপারী ও সাধারণ ক্রেতা বিক্রেতাদের মারধর করছে।

জোরপুর্বক কামালের হাটে যেতে বাধ্য করা হচ্ছে। সাড়ে তিন কোটি টাকা দিয়ে যারা হাট নিয়েছেন তাদের জন্য প্রশাসনকে কিছু একটা করা উচিৎ। কয়েকজন কাঁচামাল ব্যবসায়িরা জানান, হাটে পশু ব্যবসায়িদের আনাগোনা কমে যাওয়ার সাথে সাথে ধ্বস নেমেছে কাঁচা বাজার ও অন্যান্য মালামাল কেনাবেচায়। পাঁচ শতাধিক কাঁচা মাল ব্যবসায়ি ও সবজি ব্যবসায়ি এখানে মালঅমাল বিক্রয় করতেন। এখন কোন কিছুই বিক্রি হচ্ছে না।