হাকিমপুর হিলিতে টানা সাতদিন পর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

মোঃ আল ইমরান, হাকিমপুর, দিনাজপুরঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাতদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। সাতদিন বন্ধের পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতুর উপলক্ষ্যে বন্দরের আমদানি, রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা সাতদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন। সেই মোতাবেক গত ২ জুন রবিবার থেকে ৮ জুন শনিবার পর্যন্ত টানা সাতদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ রবিবার দুপুর পৌনে ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ঈদের আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুএকদিন সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন।
হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে আমদানিকারকরা সাতদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে বন্দরের কার্যক্রম খোলা ছিল। ঈদের ছুটি শেষে আজ রবিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। দুপুর পৌনে ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকেই বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন। এর ফলে বন্দরে ভারতীয় ট্রাক হতে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্যভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।