হরিণাকুন্ডুতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি, ০৭মে ২০২০ঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় করোনা প্রভাবে শ্রমিক সংকট ও প্রাকৃতিক দূর্যোগের কারণে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগ নেতাবৃন্দ। বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রামের মাঠে উপজেলা ছাত্রলীগের যূগ্ম-আহবায়ক রুবেল রানার নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী এ ধান কাটায় অংশগ্রহণ করেন।
এ সময় তারা ওই গ্রামের কৃষক ঝন্টু মন্ডলের এক একর জমির বোরো ধান কেটে ঘরে তুলেদেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুবেল রানা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। দেশে অঘোষিত লকডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘরবন্দি হয়ে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমিকসহ সাধারন মানুষ। ফলে ধান কেটে ঘরে তুলতে কৃষক শ্রমিক সংকটে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় অসহায় এসব কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। ধান কেটে ঘরে তুলে দেওয়ার এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এব্যাপারে কৃষক ঝন্টু মন্ডল বলেন, শ্রমিক সঙ্কট ও অর্থের অভাবে পাকা ধান কাটতে পারছিলাম না। এরই মাঝে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষেতের ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই দুর্দিনে ছাত্রলীগ পাশে এসে দাড়িয়েছে। তারা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।