হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময় বাড়ানো হয়েছে

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে ): হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময় বাড়ানো হয়েছে। ১১ মে ২০২৪ এর মধ্যে সম্পন্ন করতে হবে ভিসার কার্যক্রম।
হজযাত্রীদের ভিসার জন্য আবেদনে সময় নির্ধারিত ছিলো ২৯ এপ্রিল। কিন্তু এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় ১ম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় ২য় দফায় সময় বাড়ানো হয়েছে। এ বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায় নিতে হবে।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে সকল হজ এজেন্সিকে এ বিষয়ে পত্র দেওয়া হয়েছে।
« রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় আইওএম কার্যকর ভূমিকা রাখবে—-পররাষ্ট্রমন্ত্রী (পূর্বের খবর)
(পরের খবর) জিসিসি’র সাথে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন প্রথম সিনিয়র অফিশিয়াল মিটিং অনুষ্ঠিত »