প্রধান মেনু

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন- সমাবেশ

গাজী রুবেল, নোয়াখালী প্রতিনিধি: বেপরোয়া গাড়ি চালানো বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। গত ৩০ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে মানববন্ধন-সমাবেশ হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। নিহত শহিদুজ্জামান শাকিব নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচি।

এ সময় শিক্ষার্থীরা নোয়াখালীর বিভিন্ন রুটে চলমান ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, লাইসেন্স বিহীন ড্রাইভারদের নিষিদ্ধ, মাইজদী-ফেনী সড়কে সুগন্ধা দ্রুতযান সার্ভিস বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। মানববন্ধন-সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন।