সিলেট জেলা আওয়ামী লীগের সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী তৃণমূলের বিজয় জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে

সিলেট, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, তৃণমূলের বিজয় জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আজ জেলা পরিষদের অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ একথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এখন থেকেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিকুর রহমান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির খানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদসহ প্রমুখ।