সারা দেশে গত ২৪ ঘন্টায় ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জনের ভ্যাকসিন গ্রহণ

ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ) : গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭০ হাজার ৯১৪ জন এবং মহিলা ৪৭ হাজার ৭৪০ জন।
একই সাথে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। এদের মধ্যে পুরুষ ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন এবং মহিলা ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন।
উল্লেখ্য, এখন পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপ এ মোট ৪৬ লাখ ৫৫ হাজার ৪৬৪ জন ব্যক্তি ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
« পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন বন্ধে পল্লীসমাজের উঠান বৈঠক (পূর্বের খবর)