সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৮১৭ জনের ভ্যাকসিন গ্রহণ

ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) : গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৭৮ হাজার ৮১৭ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৬৬ জন এবং মহিলা ৩৪ হাজার ৫৫১ জন।
এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন। এদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন এবং মহিলা ১৯ লাখ ৫৫ জন।
উল্লেখ্য, ২৪ মার্চ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
(পরের খবর) নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধিতাকারীদের ইন্ধন যোগাচ্ছে বিএনপি — তথ্য ও সম্প্রচার মন্ত্রী »